1) পাঁচশালা ও বিভিন্ন মেয়াদী উন্নয়ন পরিকল্পনা তৈরী ।
2) পলী অবকাঠামো উন্নয়ন ,সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ।
3) শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা কার্যক্রম ।
4) স্বাস্থ্য ,পরিবার পরিকল্পনা সম্পর্কিত কার্যক্রম বাস্তবায়ন ।
5) কৃষি, মৎস্য ও পশু সম্পদ ও অন্যান্য অর্থনৈতিক উন্নয়নে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ।
6) মহামারী নিয়ন্ত্রণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ ।
7) কর, ফি, টোল,ফিস ইত্যাদি ধার্যকরণ ও আদায় ।
8) পারিবারিক বিরোধ নিরসন ,নারী ও শিশু কল্যাণ সম্পর্কিত প্রয়োজনীয় কার্যক্রম সম্পাদান ।
9) খেলাধুলা,সামাজিক উন্নতি সংস্কৃতি ইত্যাদি কার্যক্রমে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ ও সহযোগিতা প্রদান ।
10) পরিবেশ উন্নয়ণ ও সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ।
11) আইন শৃংখলা রক্ষায় সরকারের অর্পিত দায়িত্ব পালন ও প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ ।
12) জন্ম-মৃত্যু নিবন্ধীকরণ ।
13)সরকারি স্থান ,উন্মুক্ত জায়গা ,উদ্যান ও খেলার মাঠের হেফাজত করা।
14) ইউনিয়ন পরিষদের রাস্তায় ও সরকারি স্থানে বাতির ব্যবস্থা করা ও জ্বালানো ।
15) বৃক্ষরোপন ও সংরক্ষণ এবং বৃক্ষসম্পদ চুরি ও ধ্বংস প্রতিরোধ ।
16) কবরস্থান ,শ্মশান, জনসাধারণের সভার স্থান ও অন্যান্য সরকারি সম্পত্তির রক্ষণাবেক্ষণ ও পরিচালনা্।
17) জনপথ ,রাজপথ ও সরকারি স্থানে অনধিকার প্রবেশ রোধ এবং এইসব স্থানে উৎপাত ও তাহার কারণ বন্ধ করা ।
18) জনপথ ও রাজপথের ক্ষতি,বিনষ্ট বা ধ্বংস প্রতিরোধ করা।
19) রাস্তায় আর্বজনা সংগ্রহ, অপসারণ ও ব্যবস্থাপনা নিশ্চিত করা।
20)অপরাধমূলক ও বিপজ্জনক ব্যবসা নিয়ন্ত্রণ।
21) মৃত পশুর দেহ অপসারণ ও নিয়ন্ত্রণ এবং পশু জবাই নিয়ন্ত্রণ।
22)ইউনিয়নে নতুন বাড়ি নির্মাণ ও পুনঃনির্মাণ এবং বিপজ্জনক দালান নিয়ন্ত্রণ।
23)কূয়া , পানি তোলার কল ,জলাধার ,পুকুর এবং পানি সরবারাহের অন্যান্য উৎসের ব্যবস্থাপনা ও সংরক্ষণ।
24) খাবার পানি উৎসের দূষণ রোধ এবং জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর সন্দেহযুক্ত কূপ ,পুকুর বা পানি সরবারাহের অন্যান্য স্থানের পানি ব্যবহার নিষিদ্ধ বা নিয়ন্ত্রন করা।
25)পুকুর বা পানি সরবারাহের অন্যান্য স্থানে বা নিকটবর্তী স্থানে শন,পাট বা অন্যান্য গাছ ভিজানো নিষিদ্ধ বা নিয়ন্ত্রণ করা্।
26)আবাসিক এলাকার মধ্যে চামড়া রং করা বা পাকা করা নিষিদ্ধ বা নিয়ন্ত্রণ করা।
27)আবাসিক এলাকার মাটি খনন করিয়া পাথর বা অন্যান্য বস্ত্ত উত্তোলন নিষিদ্ধ বা নিয়ন্ত্রণ করা।
28)আবাসিক এলাকার ইট ,মাটির পাত্র বা অন্যান্য ভাটি নির্মাণ নিষিদ্ধ বা নিয়ন্ত্রণ করা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস